আন্তর্জাতিকলিড নিউজ

উত্তর ইরাকে তুরস্কের বিমান হামলা, ৪৯ কুর্দি যোদ্ধা নিহত

এবিএনএ : ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের যুদ্ধবিমানগুলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ১৯টি লক্ষ্যস্থলে হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ৪৯ জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি তুরস্কের সশস্ত্র বাহিনীর। আজ বৃহস্পতিবার তুরস্কের সেনাবাহিনীর লিখিত বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত সোমবার (২৯ জানুয়ারি) আসোস/ কান্দিল, জাপ, আভাসিন/ বাসিয়ান এবং হাকুর্ক অঞ্চলে দুইবার বিমান হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের সামরিক বাহিনীর হামলায় পিকেকের আশ্রয় কেন্দ্র, লুকানোর স্থান ও অস্ত্রাগার ধ্বংস হয়েছে। তুরস্কের সীমান্ত চৌকিগুলোতে পিকেকে হামলার পরিকল্পনা করছিল বলেও বিবৃতিতে বলা হয়। ১৯৮০-র দশক থেকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিদ্রোহ চালিয়ে আসছে পিকেকে। কুর্দিদের এই সংগঠনটিকে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দিয়েছে। পিকেকে ও তুরস্কের সশস্ত্র বাহিনীর এ লড়াইয়ে এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button