বাংলাদেশরাজনীতিলিড নিউজ

উত্তরে রিপন-তাবিথ, দক্ষিণে ইসরাক কিনলেন বিএনপি মনোনয়ন

এবিএনএ : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশায় বিএনপি থেকে ফরম কিনেছেন তিন নেতা। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে তারা ফরম সংগ্রহ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ধানের শীষ প্রতীক দিয়ে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ফরম সংগ্রহ করেছেন বিএনপির বিষেশ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও নির্বাহী কমিটির সদস্য গত সিটি নির্বাচনে দলীয় প্রার্থী তাবিথ আউয়াল। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটির মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন অভিবক্ত ঢাকার সাবেক মেয়র সদ্য প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তারা সবাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে নির্ধারিত দাম পরিশোধ করে ফরম কেনেন। শুক্রবারও ফরম নিতে পারবেন। তবে শুক্রবার বিকাল ৫টার মধ্যে ফরম পূরণ করে জমা দিতে হবে। শনিবার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেওয়া হবে।

Share this content:

Back to top button