
এ বি এন এ : পোশাক শ্রমিকদেরকে ঈদের আগেই জুন মাসের বেতন পরিশোধ করতে মালিকপক্ষকে তাগিদ দিয়েছে সরকার।
রোববার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ তাগিদ দেয়া হয়।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা মালিকপক্ষকে ঈদের আগে জুন মাসের বেতন এবং ২১ রমজানের মধ্যে ঈদের বোনাস পরিশোধের তাগিদ দিয়েছি। ‘
তিনি আরও জানান, পোশাক কারখানাগুলোতে পর্যায়ক্রমে ছুটি দেয়ার সুপারিশও করা হয়েছে যাতে ঈদের আগে যানজটের সৃষ্টি না হয়।
বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারাসহ পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ, নিট খাতের ব্যবসায়ীদের সংগঠনের বিকেএমএ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Share this content: