বিনোদনলিড নিউজ

ঈদুল ফিতর উপলক্ষ্যে অপরাধী মাইয়া শিরোনামে গান নিয়ে আসছে সানি নভো ও সূর্য আহমেদ

এবিএনএ: সম্প্রতি মুন্সীগঞ্জ ও মেঘনা নদীর  অপুরূপ সৌন্দর্য লোকেশনে দুটি গান অপরাধী মাইয়া ও তুই কাঁদলে আকাশ কাঁদে। সুটিং শেষ করেছে তরুণ নির্মাতা সূর্য আহমেদ মিঠুন। তুই কাঁদলে আকাশ কাঁদে গানের  গীতিকার ছিলেন লিটন ঘোষ জয় ও অপরাধী মাইয়া গানের গীতিকার ছিলেন সূর্য আহমেদ মিঠুন। দুটি গানে কন্ঠ দিয়েছেন সানি নভো।

অপরাধী মাইয়া গানের সুর করেছেন পার্থ মজুমদার ও সানি নভো এবং  তুই কাদঁলে আকাশ কাঁদে গানের  সুর করেছেন পার্থ মজুমদার। দুটি  গানেরই মিউজিক করেছেন পার্থ মজুমদার। মডেল হিসেবে কাজ করেছেন মোহাম্মদ আসফাক রানা, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা, জেবা জান্নাত ও সানি নভো।

চিএগ্রাহক হিসেবে ছিলেন বিকাশ শাহ। সহকারী পরিচালক হিসেবে ছিলেন আমিনুল  ইসলাম মিলন ও রোমান হাসনাত। গান দুটির  ভিডিও গল্প উপস্থাপন, চিএনাট্য ও  পরিচালনা করেছেন তরুণ মেধাবী নির্মাতা  সূর্য আহমেদ মিঠুন। গান দুটি সম্পর্কে পরিচালক বলেন, আমাদের মূল উদ্দেশ্য শুধু দর্শকদের বিনোদন দেওয়া নয়, দর্শকের বাস্তব জীবনের গল্পগুলো আমরা লেখক ও নির্মাতা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি সব সময়। তেমনি দর্শকের মন ছুয়েঁ যাওয়ার মত দুটি গল্প নিয়ে দুটি গান নির্মাণ করেছি  যা দেখে দর্শক পজেটিভ  কিছু শিখবে এবং তাদের মন ছুয়েঁ যাবে আশা করছি ।

গানগুলো প্রযোজনায় করেছেন সানি নভো। গানগুলো প্রযোজনা নিয়ে সানি নভো বলেন আমরা দর্শকের কথা মাথায় রেখেই কাজগুলো করেছি। এবং  দর্শকদের ভালো লাগলেই আমাদের পুরো টিমের স্বার্থকতা। আর এই দুটি গান ভালোভাবে দর্শক গ্রহণ করলে ভবিষ্যতে আরো নতুন নতুন কাজ করার উৎস জাগবে। সামনে ঈদুল ফিতরে জি সিরিজের ব্যানারে জি সিরিজ ইউটিউব চ্যানেলে দর্শকের উদ্দেশ্যে অপরাধী মাইয়া গানটি প্রকাশ করা হবে। গানটি সবার ভালো লাগবে বলে আশাবাদী তরুণ মেধাবী পরিচালক সূর্য আহমেদ মিঠুন।

Share this content:

Related Articles

Back to top button