বিনোদন

ইসলাম ধর্ম গ্রহণ করলেন লিন্ডসে লোহান!

এবিএনএ : গেল বছর কোরআন শরীফ হাতে লিন্ডসে লোহানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করে। পরে হলিউড অভিনেত্রী সেটাকে বন্ধুদের দেয়া গিফট বলে জানান। এবার অনেকটা একই কারণে আবারও আলোচনায় লিন্ডসে লোহান।

কারণ, বিশ্ব মিডিয়ায় খবর রটেছে তিনি ইমলাম ধর্ম গ্রহণ করেছেন! এর কারণ হিসেবে বলা হয়েছে, লোহান তার অফিসিয়াল টুইটার ও ইন্সটাগ্রামে নিজের ছবির পরিবর্তে বায়োগ্রাফিতে ইংরেজিতে লিখেছেন ‘আলাইকুম সালাম বা Alaikum salam’। আর এই লেখার রেশ ধরে গত দু’দিন ধরে সারাবিশ্বের শোবিজ অঙ্গনে আবারও আলোচনার ঝড় তুলেছেন লিন্ডসে লোহান। একই সঙ্গে গণমাধ্যমগুলোর ধারনাণা, নিজের ধর্মীয় বিশ্বাসে পরিবর্তন এনেছেন হলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি লোহান। গতবারের মতো এবারের খবরটিও ভাইরাল হয়েছে সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে পুরো ঘটনা জানতে আরো অপেক্ষা করতে হবে।

Share this content:

Related Articles

Back to top button