আন্তর্জাতিকলিড নিউজ

অপরাধী প্রত্যাবাসন বিল স্থগিত করেছে হংকং

এবিএনএ : আন্দোলনের মুখে বিতর্কিত ‘অপরাধী প্রত্যাবাসন’ বিল স্থগিতের ঘোষণা দিয়েছে হংকং সরকার। শনিবার সংবাদ সম্মেলনে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম এ ঘোষণা দিয়েছেন। এর আগে গত সপ্তাহে ব্যাপক বিক্ষোভের পরও ল্যাম বিলটি বাতিলের দাবি প্রত্যাখ্যান করেছিলেন। সংবাদ সম্মেলনে ল্যাম বলেছেন,‘দুদিন বিষয়টি অধ্যয়নের পর আমি ঘোষণা করছি, আমরা সংশোধনী স্থগিত করব।’ তিনি বলেন, ‘বিলটি সমাজে ব্যাপক বিভক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।’

বিলটি ‘স্থগিত ও ভাবনার’ ব্যাপারে সরকারের প্রতি জনগণের আহ্বান শুনতে পেয়েছেন উল্লেখ করে ল্যাম বলেন, ‘আমাকে স্বীকার করতে হবে ব্যাখ্যা ও যোগাযোগের ক্ষেত্রে অপার্যপ্ততা ছিল।’ হংকংয়ের নির্বাহী বলেন, ‘আমাদেরকে হংকংয়ের মহান স্বার্থ মনে রাখতে হবে। যার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা।’

হংকংয়ের পার্লামেন্টে চীনপন্থী হিসেবে পরিচিত ল্যাম ও তার দলীয় আইনপ্রণেতারা অপরাধী প্রত্যাবাসন আইন পাসের উদ্যোগ নিয়েছিলেন। প্রস্তাবিত বিলটিতে পলাতক অপরাধীদের বিচারের জন্য চীনে প্রত্যাবাসনের বিধান রাখা হয়েছে। সমালোচকদের দাবি, এই আইনটি চীনকে তার রাজনৈতিক বিরোধীদের হংকং থেকে বেইজিংয়ে নেওয়ার  সুযোগ করে দেবে। এতে যেমন অপরাধীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে তেমনি হংকংয়ের ওপর চীনের হস্তক্ষেপের সুযোগ করে দেবে। গত কয়েক সপ্তাহ ধরেই বিলটির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হচ্ছিল। সর্বশেষ গত বুধবার লক্ষাধিক বিক্ষোভকারী সরকারি ভবনগুলো ঘিরে থাকা সড়কে অবস্থান নেয়। এর ফলে শহরের অর্থনৈতিক কেন্দ্রস্থলটি অচল হয়ে পড়ে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে কয়েক দফা।

Share this content:

Related Articles

Back to top button