ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুসহ ৬ ফিলিস্তিনি নিহত

এবিএনএ: আবারো গাজা সীমান্তে ফিলিস্তিনিদের ওপর গুলি চালালো ইসরায়েলি বাহিনী। শুক্রবার গাজায় বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক। গত মার্চ থেকে চলা আসা বিক্ষোভের অংশ হিসেবে নিজ ভূমিতে ফেরার দাবিতে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। এসময় ইসরায়েলি বাহিনী গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১২ এবং ১৪ বছরের দু’জন শিশু রয়েছে। ১২ বছর বয়সী নাসের মুসাবিহ গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অপরদিকে ১৪ বছর বয়সী মোহাম্মদ নায়েফ আল হায়ুম মধ্যাঞ্চলের জেলা আল-বুরেইজে ইসরায়েলি সেনাসদস্যদের গুলিতে নিহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদরা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
Share this content: