আমেরিকা

ইলেকটোরাল কলেজ ভোটেও ট্রাম্পের জয়

এবিএনএ : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সব উত্তেজনা-সংশয় শেষ।ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইলেকটোরাল কলেজ ভোটে জয়ী হয়ে নিশ্চিতভাবেই দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। নির্বাচনের ছয় সপ্তাহ পর ইলেকটোরাল কলেজ ভোটেও ট্রাম্পের রিপাবলিকান পার্টি জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ভোট নিশ্চিত করেছে। আগামী ৬ জানুয়ারি কংগ্রেসের বিশেষ যৌথ অধিবেশনে এই ভোটের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে।

জয়ের পর প্রতিক্রিয়ায় ট্রাম্প দেশকে ঐক্যবদ্ধ করতে কঠোর পরিশ্রম করবেন এবং তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকের প্রেসিডেন্ট হবেন বলে আশ্বস্ত করেন। তবে ট্রাম্পকে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়ে ইলেকটরদের বারবার ইমেইল পাঠানো এবং ফোন করা হয়েছিল। দুইজন ইলেকটর মি. ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন। যদিও এই ভোটাভুটির ব্যপারটি একটি আনুষ্ঠানিকতা মাত্র, কিন্তু যেহেতু রুশ হ্যাকাররা নির্বাচন বানচালের চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে ইলেকটররা হিলারি ক্লিনটনকে নির্বাচিত করতে পারেন, সে গুজবও শোনা যাচ্ছিল।

ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ঘোষণা করা হবে কি না, তা নির্ধারণের জন্য গতকাল সোমবার ৫০টি অঙ্গরাজ্যে এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৫৩৮ জন ইলেকটর বা নির্বাচক বসেন। ইলেকটররা ট্রাম্পকেই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেন। ৮ নভেম্বর নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রায় ৩০ লাখ পপুলার ভোটে (জনগণের ভোট) এগিয়ে থাকেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন। হিলারি পেয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ পপুলার ভোট। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৪৬ দশমিক ২ শতাংশ পপুলার ভোট। তবে ইলেক্টোরাল পদ্ধতিতে জিতে যান ট্রাম্প। তিনি পেয়েছেন ৩০৬ ইলেক্টোরাল ভোট, অন্যদিকে হিলারি পান ২৩২ ভোট।

Share this content:

Related Articles

Back to top button