আন্তর্জাতিকলিড নিউজ

ইরানে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

এবিএনএ : ইরানে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে উড্ডয়নের পর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। স্থানীয় সময় রোববার রাজধানী তেহরান থেকে ইয়াসুজে যাওয়ার পথে ইস্পাহান প্রদেশের সেমিরোম শহরের কাছাকাছি পাহাড়ি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। এদিকে ঘটনার পর দেশটির জরুরি সেবায় নিয়োজিত বাহিনীকে উদ্ধার কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এক মুখপাত্র বলেন,বিমানটিতে ৫০ থেকে ৬০ জনের মতো যাত্রী ছিল। ইরানের জরুরি পরিসেবা বিভাগের মুখপাত্র মোজতবা খালেদি বলেছেন, স্থলপথে উদ্ধারকারী দলের সদস্যরা বিমান বিধ্বস্ত স্থান পরিদর্শন করেছেন। তারা বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান করছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে জরুরি অবতরণের চেষ্টা করেছে। ইরানের সরকারি গণমাধ্যম প্রেসটিভি জানিয়েছে, বিমানটি ৬০জন যাত্রী এবং নাবিক ছিল।

Share this content:

Back to top button