ইরানের হামলার আশঙ্কায় আগেই হুংকার নেতানিয়াহুর

এবিএনএ : ইরানের হামলার আশঙ্কায় আগেই থেকেই কঠোর প্রতিশোধের সতর্কতা জানিয়ে হুংকার দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেউ তার দেশে হামলা চালালে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের। বুধবার ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরেই জেরুজালেমে তিনি এ কথা বলেন। এ সময় তিনি মার্কিন হামলায় নিহত ইরানি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান করছেন বলেও পুর্নব্যক্ত করেন।
নেতানিয়াহু বলেন, যে কেউ আমাদের আক্রমণ করার চেষ্টা করলে তাকে সবচেয়ে প্রবল আঘাত করা হবে। এ সময় নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে রয়েছেন জানিয়ে বলেন, ট্রাম্পের দ্রুত, সাহসী ও অটল মনোভাবের জন্য তাকে অভিনন্দন জানানো উচিত। ইসরাইল সম্পূর্ণভাবে তার পাশে রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার মার্কিন ড্রোন হামলায় ইরানের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘আইন আল-আসাদ’দে হামলা চালায় ইরান। একের পর এক ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলা করে ঘাঁটিটিকে গুঁড়িয়ে দেয় ইরানি সামরিক বাহিনী।
Share this content: