আন্তর্জাতিকলিড নিউজ

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত কিরকুকে সেনাবাহিনীর প্রবেশ

এবিএনএ : কুর্দি নিয়ন্ত্রিত ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিরকুকে প্রবেশ করেছে দেশটির সেনাবাহিনী।ইরাকের রাষ্ট্রীয় টিভি জানায়, কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেনাবাহিনী। এগুলোর মধ্যে একটি বিমানঘাঁটি ও তেলের খনিও রয়েছে।
খবরে বলা হয়, কিরকুকের বিভিন্ন এলাকায় ইরাকের কাউন্টার টেরোরিজম সার্ভিস, ফেডারেল পুলিশ বাহিনী ও নবম সাঁজোয়া ডিভিশন মোতায়েন করা হয়েছে।
এদিকে উত্তেজনা প্রশমনে কুর্দি ও ইরাকি দুই পক্ষের মধ্যেই আলোচনার কথা বলেছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি কুর্দিদের নিয়ন্ত্রিত এলাকায় এক গণভোটে জনগণ স্বাধীনতার পক্ষে রায় দেয়। যা আরবদের নিয়ন্ত্রিত ইরাকের কেন্দ্রীয় সরকার অস্বীকার করে আসছে। এরপর থেকেই কুর্দি নিয়ন্ত্রিত প্রশাসন ও ইরাকী সরকারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Share this content:

Related Articles

Back to top button