আন্তর্জাতিক

ইরাকি নাগরিক বহনকারী গাড়িবহরে বোমা হামলা, নিহত ১৮

এবিএনএ : মসুলে আইএসের কবল থেকে পালিয়ে আসা ইরাকি নাগরিকদের বহনকারী গাড়ি বহরে বোমা হামলার ঘটনায় ১৮জন নিহত হয়েছেন। ইরাকের পুলিশ জানায়, পরিবারগুলোকে নিয়ে গাড়ি বহরটি আসার পথে আগেই পুতে রাখা বোমা বিস্ফোরিত হয়।
ইরাকের ঐ অঞ্চলের পুলিশ কর্মকর্তা  নিমা আল-জবুরি বলেন, ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা মসুলের ১২০ কিলোমিটার দূরে অবস্থিত হাওইজা থেকে কিছু পরিবারকে নিয়ে নিরাপদ দূরত্বে যাওয়া চেষ্টা করছিল ইরাকের পুলিশ। এ সময় রাস্তায় পুতে রাখা বোমা বিস্ফোরিত হয়। সেখানে নিহত ১৭ জন ইরাকের সাধারণ নাগরিক। অপর একজন পুলিশ বাহিনীর সদস্য যে গাড়িটি চালিয়ে নিয়ে আসছিল। হামলায় গাড়িটিতে থাকে কেউ বাঁচেনি বলেও জানান তিনি। তাইগ্রিস নদীর নিকটে এই ঘটনা ঘটে।

Share this content:

Related Articles

Back to top button