এবিএনএ: তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি জেলা ও দায়রা আদালত। এছাড়া তাকে এক কোটি রুপি জরিমানা ও ৫ বছরের জন্য রাজনীতিতে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার এ রায় ঘোষণার পরই দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে দেশটির প্রধান প্রধান শহরে বিক্ষোভ শুরু হয়েছে।
ইমরান খান গ্রেফতারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে জানতে চায় পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজ। তাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠানো উত্তরে মন্ত্রণালয় বলে, ‘ইমরান খান ও অন্যান্য রাজনীতিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলে, ‘আমরা গণতান্ত্রিক মূল্যবোধ ও পাকিস্তানি আইনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানাই। (আমাদের) এই দৃষ্টিভঙ্গি সারা বিশ্বের জন্য প্রযোজ্য।’ উল্লেখ্য, এর আগে, ইমরান খান বেশ কয়েকবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাত করেছে। প্রতিবারই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের দাবিকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে। সূত্র : ডন ও জিও নিউজ।