
এবিএনএ : দুর্নীতি করলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাও পার পাবেন না বলে সাফ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘অভিযুক্ত যত প্রভাবশালী বা ক্ষমতাশালীই হোক না কেন, কাউকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না। দুর্নীতির মামলায় সবাইকে ধরা যাবে কিনা জানি না। তবে সবাইকে ছোঁয়া হবে।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘মামলা হলে সেখানে তথ্য প্রমাণের বিষয় আছে। আর আমরা কাউকে সাজা দিতে পারি না। খালাস দেয়া বা সাজা দেয়ার বিষয়টি পুরোপুরি আদালতের ওপর নির্ভর করে।’
বুধবার সকালে রাষ্ট্রপতির কাছে পেশ করা ২০১৫ সালের দুদকের বার্ষিক প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এই সংবাদ সম্মেলন শুরুর কিছু সময় আগেই দুদকের করা দুর্নীতি মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির সাজা হয় বিচারিক আদালতে। অবৈধ সম্পদ অর্জনের এই মামলায় বদির তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানাও করে আদালত।
বদি ছাড়াও ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে দুদকের মামলা চলছে। এর কোনোটি বিচারিক আদালতে এবং কোনটি উচ্চ আদালতে আটকে আছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের কতজন নেতার বিরুদ্ধে মামলা চলছে সে বিষয়ে অবশ্য আলাদা পরিসংখ্যান নেই সংস্থাটির কাছে। সংবাদ সম্মেলনে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, ‘ক্ষমতাসীন দলের অনেকের বিরুদ্ধে মামলা আছে। তবে নির্দিষ্ট সংখ্যাটা আমার জানা নেই।’
Share this content: