এবিএনএ: ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, দ্রাগির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্র প্রধান এবং তাকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে। আগামী শরৎয়ে নতুন নির্বাচন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
গতকাল বুধবার ক্ষমতাসীন জোটে বিভাজন দূর এবং নতুন করে ঐক্য ফিরিয়ে আনার লক্ষ্যে পার্লামেন্টে আস্থা ভোট আনার ঘোষণা দেন দ্রাগি। কিন্তু মূল শরিকদের তিনটি দল তাতে সম্মতি না দেওয়ায় জোট সরকার ভেঙে পড়ে।
গত ১৪ জুলাই আস্থা ভোটে নিজ জোটভুক্ত দল ফাইভ স্টারের সমর্থন হারানোর পর পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন দ্রাগি। কিন্তু তখন দ্রাগির পদত্যাগপত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন প্রেসিডেন্ট মাত্তারেলা।
প্রেসিডেন্ট মাত্তারেলা পদত্যাগপত্র গ্রহণ না করায় পুনরায় আস্থা ভোট আনার চেষ্টা করেছিলেন দ্রাগি। কিন্তু জোটের তিন শরিক দল তাতে সায় দেয়নি। একারণে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।