

এবিএনএ : প্রথম বিদেশ সফরের তৃতীয় পর্যায়ে ইসরায়েল থেকে ইতালির পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রোমে পোপ ফ্রান্সিস ইতালির শীর্ষ নেতাদের সাথে তার মিলিত হওয়ার কথা রয়েছে।
এরপর ন্যাটো সম্মেলনে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্প যাবেন ব্রাসেলসে। তবে তার আগে তিনি দেখা করবেন ইতালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে। এর আগে মধ্যপ্রাচ্য সফরকালে ট্রাম্প ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আশা প্রকাশ করেন।
ইতালি সফরে ট্রাম্প প্রথমে পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ করবেন। এরপর ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
তবে পোপ ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে কি নিয়ে আলোচনা হবে সে বিষয়ে কোন আভাস পাওয়া যায়নি। কূটনীতিক মহলে বলা হচ্ছে, এই মুহূর্তে পোপ ফ্রান্সিস ও ডোনাল্ড ট্রাম্পের মতো ‘বিপরীতমুখী’ মানুষ আর নেই।
শুক্রবার সৌদি আরব সফরের মধ্যদিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বিদেশ সফর শুরু করেন।