ঢাকা: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মের অভিযোগে ঝিনাইদহের মহেষপুর ও গাজীপুরের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৯মার্চ) রাতে মহা পুলিশ পরিদর্শককে (আইজিপি) নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. সামসুল আলম।
তিনি বাংলানিউজকে বলেন, ওই দুই ওসির বিরুদ্ধে আইন বহির্ভূত কার্যকলাপের অভিযোগের প্রমাণ পাওয়ায় কমিশন তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে। রাতেই নির্দেশনাটি পাঠানো হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, মহেষপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব ও কালীগঞ্জের ওসি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে কয়েকজন প্রার্থী পক্ষপাতের অভিযোগ আনেন। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হলে এর সত্যতা পাওয়া গেছে।