
এবিএনএ : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫নং দক্ষিণ ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান (শাহীন জিয়া) মুজিববর্ষ উপলক্ষে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণা করেছেন।
এলাকাবাসীর চাহিদার ভিত্তিতে করোনা ভাইরাস পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চারা বিতরণ করছেন। ইউনিয়নের বাসিন্দাদের চাহিদা মোতাবেক মাল্টা, লেবু, থাই পিয়ারা, লিচু, আমসহ বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি চারা বিনামুল্যে সরবরাহ করছেন তিনি।
ইউপি চেয়ারম্যান শাহীন জিয়া বলেন, মুজিব বর্ষ উপলক্ষে লাকসাম-মনোহরগঞ্জ আসনের এম.পি ও মাননীয় LGRD মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী গাছের চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি, এলাকাবাসীর যার যা চাহিদা সেই চারা সরবরাহ করছি, শুধু তাই নয়, কোরবানীর ঈদে অসহায় ও বৈশ্বিক মহামারীর প্রভাবে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছি। চেয়ারম্যান আরো বলেন, ৫নং দক্ষিণ ঝলম ইউনিয়নের সর্বস্তরের মানুষের যেকোনও সংকটে আমি কাজ করে যেতে চাই।
Share this content: