বাংলাদেশরাজনীতিলিড নিউজ

অপপ্রচারে বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না: ফারুক খান

এবিএনএ : আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, বিএনপি-জামায়াত ২০দলীয় জোট আবারো আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বিগত দিনে তারা আন্দোলনের নামে দেশে হত্যা, জ্বালাও-পোড়াও করেছে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। তারা দেশেকে পিছিয়ে দিতে চায়। অপপ্রচারে বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না। শুক্রবার সকালে শহরের শহীদ খোকন পার্কে বগুড়া জেলা আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা . রোকেয়া সুলতানা, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।

Share this content:

Back to top button