বিনোদন

ইউটিউবে ঝড় তুলতে এলো ‘প্রেমী ও প্রেমী’র ট্রেলার (ভিডিও)

এবিএনএ : বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি। এই দিন প্রেমিক-প্রেমিকার মনে ফুটে উঠে ভালোবাসার রঙ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উৎসবমুখর পরিবেশে পালিত হয় এই দিনটি। আর এই ভালোবাসা দিবসকে সামনে রেখে সোমবার জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল ‘প্রেমী ও প্রেমী’ শিরোনামের সিনেমাটির ট্রেলার৷

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত রোমান্টিক ধাঁচের প্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি ২০১৭ সালের বিশ্ব ভালোবাসা দিবসে সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কতৃপক্ষ।

ইতিমধ্যে যৌথ প্রযোজনার এই সিনেমাটি সম্প্রতি শুটিং, সম্পাদনা, ডাবিং, ব্যাকগ্রাউন্ড মিউজিকসহ অন্য সব কাজ শেষে করে সেন্সর বোর্ডে জমা পড়লে বিনা কর্তনে ছাড়পত্র পায়। চলচ্চিত্রটিতে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। এতে শুভ-ফারিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়ক আমান রেজা।

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। ইতোমধ্যে এই সিনেমার কয়েকটি গান ইউটিউবে প্রকাশ পাওয়ার ব্যাপক সাড়া পেয়েছে।

এদিকে ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ গত বছর মুক্তি পায়। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা’সহ মোট তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমাগুলো ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করে।

অন্যদিকে আরিফিন শুভ অভিনীত সর্বশেষ ‘নিয়তি’ শিরোনামের সিনেমাটি গত ১২ আগস্ট সারা দেশে মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জলি।

Share this content:

Related Articles

Back to top button