আমেরিকাতথ্য প্রযুক্তিলিড নিউজ

পৃথিবীকে দেখিয়ে দিল আফগানি মেয়েদের এই দলটি!

এবিএনএ : আফগানিস্তানের মেয়েদের যে রোবটিক্স টিমকে আমেরিকায় ভিসা দিতে দুইবার অস্বীকৃতি জানানো হয়েছিল, তারাই আন্তর্জাতিক রোবটিকস কম্পিটিশনের সিলভার মেডেল জয়ী হয়েছে।

FIRST Global Challenge নামের আন্তর্জাতিক রোবটিকস কম্পিটিশনে “কারেজাস অ্যাচিভমেন্ট দেওয়া হয় তাদেরকে। এই কম্পিটিশনে তাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য রোবট তৈরি করতে বলা হয়।

এই প্রতিযোগিতার জন্য তারা দুইবার আমেরিকার ভিসার জন্য আবেদন করেও প্রত্যাখ্যাত হয়। তবে অবাক হলেও সত্যি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এরপর তাদেরকে ভিসা দেবার ব্যবস্থা করেন। কেন ছয়জন মেয়ের এই রোবটিক্স দলটিউকে ভিসা দেওয়া হচ্ছিল না, সে ব্যাপারে কোনো সদুত্তর দেয় না আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। শুধু ভিসাই নয়, আরো কিছু সমস্যা পোহাতে হয় তাদেরকে। এই প্রতিযোগিতার জন্য সব প্রতিযোগী দলকেই এই বছরের মার্চ মাসে কিছু কাঁচামাল পাঠানো হয়। কিন্তু আফগানিস্তানের এই দলটির কাছে তাদের কাঁচামাল পৌঁছায় জুন মাসে, কারণ এসব উপকরণ সন্ত্রাসীদের হাতে পড়বে বলে আশংকা করা হচ্ছিল।

 

প্রতিযোগিতায় তাদের টিম পেজে আফগানিস্তানের মেয়েরা লেখেন, “আমরা পরিবর্তন আনতে চাই আর বিজ্ঞান, প্রযুক্তি এবং অন্যান্য শিল্পে যুগান্তকারী পরিবর্তন আসে শিশুদের বড় কিছু করার স্বপ্ন থেকে। আমরা সেই শিশু হতে চাই এবং আমাদের স্বপ্ন বাস্তবায়ন করে মানুষের জীবনে পরিবর্তন আনতে চাই।” প্রতিযোগিতায় সফল হয়ে সেই স্বপ্নের দিকেই আরো এক পা এগিয়ে গেল আফগানিস্তানের এই মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button