আন্তর্জাতিক

ইইউ ভুক্ত থাকার পক্ষে যুক্তরাজ্যের সমর্থন বেশি

এ বি এন এ : ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) থাকার পক্ষে যুক্তরাজ্যে এখনও সমর্থন বেশি, কিন্তু বিরোধী ‘ব্রেক্সিট’ সমর্থনকারীদের সঙ্গে তাদের ব্যবধান খুব কম। মঙ্গলবার দেশটির দুটি সংবাদপত্রে প্রকাশিত দুটি জরিপের ফলাফলে এ চিত্র প্রকাশ পেয়েছে।
দুটি জরিপের ফলাফলেই ইইউভুক্ত থাকার পক্ষে এক শতাংশ বেশি সমর্থন লক্ষ্য করা গেছে। অনলাইনের মাধ্যমে করা ইউগভ-এর জরিপের ফলাফল দ্য টাইমস সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং ওআরবি’র টেলিফোন জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে দ্য ডেইলি টেলিগ্রাফে। এর আগে সোমবার প্রকাশিত এক জরিপের ফলাফলে ব্রেক্সিটপন্থিরা এগিয়ে আছেন বলে দেখা যায়।
যুক্তরাজ্য ইইউ-এর অংশ হয়ে থাকবে কিনা তা ২৩ জুনের এক গণভোটে নির্ধারিত হবে। কিন্তু তার আগে করা বিভিন্ন জরিপের ভিন্ন ফলাফলে গণভোটে কী রায় আসবে তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই ভোটের ফলাফল ওই অঞ্চলের রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা এবং কূটনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
ইউগভ জরিপে দেখা যায়, ‘অংশ হয়ে থাকা’র পক্ষে প্রচারণা চালানো শিবিরের সমর্থন দুই শতাংশ বেড়ে ‘ছাড়ো’ পক্ষকে পেছনে ফেলে ৪৩ শতাংশে উঠে এসেছে। তবে মাত্র এক শতাংশ পেছনে থেকে ৪২ শতাংশ সমর্থন নিয়ে ইইউ-এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ‘ছাড়ো’ শিবির।
৫ থেকে ৬ জুনের এই জরিপটি দুই হাজার একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button