এবিএনএ: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী ‘অত্যন্ত পরিকল্পিতভাবে’ পিলখানা হত্যাকাণ্ডে যোগসাজশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আওয়ামী লীগ ‘যথাসময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে এই ঘটনা ঘটতে দেয়’ দাবি করে মির্জা ফখরুল আরো বলেন, “২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর শত্রুরা চক্রান্ত করে বিডিআর অভ্যুত্থানের নাম করে ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্য করে।”
ফখরুল বলেন, “সেই শত্রুদের উদ্দেশ্য ছিল নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা ও সেনাবাহিনীর মনোবল নষ্ট করা।” সে সময় টানা দুইদিন ধরে পিলখানায় ওই হত্যাযজ্ঞ চললেও এখন পর্যন্ত সেই ঘটনার কোনো পূর্ণাঙ্গ, সঠিক ও নিরপক্ষে তদন্ত হয়নি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “এবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং ঘটনার সাথে জড়িত ও দায়ীদেরকে বিচারের আওতায় আনা হবে।” এই দিনকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করায় অন্তর্বর্তী সরকার তিনি ধন্যবাদও জানান।