জাতীয়বাংলাদেশলিড নিউজ

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার

এবিএনএ : রাজশাহীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল সোমবার সকাল থেকে নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান শুরু করে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন, মহানগরীর তালাইমারীর আসাদুল ইসলাম (৩০), দরগাপাড়ার রফিকুল ইসলাম রফিক (৩৫), রাজশাহী জামিয়া মাদরাসার ছাত্র তামীম ইকবাল (৮) ও আব্দ‍ুল আহাদ (১০) এবং পাঠান পাড়া এলাকার রবিন হোসেন (২২)।

তথ্যের সত্যতা নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, মহানগরীর দরগাপাড়া এলাকার রকি হোসেনসহ ছয়জন পদ্মা নদীর চরে ফসলের মাঠ পরিদর্শন শেষে রোববার সন্ধ্যায় নৌকায় করে ফিরছিলেন। পথে তাদের নৌকা ঝড়ের কবলে পড়ে নদীতে ডুবে যায়। এ ঘটনায় রকি কোনভাবে সাঁতরে বাঁচলেও অন্যরা ডুবে যান।

তিনি বলেন, মঙ্গলবার সকালে দরগাপাড়া থেকে ৩ কিলোমিটার দূরে জাহাজঘাট এলাকার পদ্মা নদী থেকে রফিকুল, তামিম, আহাদ ও রবিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে চারঘাটের টেঙ্গুন এলাকা থেকে আসাদের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস বড়কুঠি ঘাটে নিয়ে এসে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।

Share this content:

Related Articles

Back to top button