বাংলাদেশরাজনীতিলিড নিউজ

আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি ৬ জুন

এ বি এন এ : নাশকতা ও রাষ্ট্রদ্রোহের তিন মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি পিছিয়ে আগামী ৬ জুন ধার্য করেছেন আদালত।

 

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, গোলাম নবী ও মাজহারুল ইসলামের পৃথক তিন আদালত এ দিন ধার্য করেন। এদিন, তিন মামলায় রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় রিমান্ড শুনানির বিষয়ে উচ্চ আদালতে শুনানি মুলতবি থাকায় আসামিপক্ষে সময়ের আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। পরে আদালত আবেদন মঞ্জুর করে ৬ জুন দিন ধার্য করেন।

 

প্রসঙ্গত, গত ২৪ মে মোসাদ কানেকশনে সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহের মামলায় ৭ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত ১৬ মে আসলাম চৌধুরী এবং তার ব্যাক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

Share this content:

Back to top button