বাংলাদেশরাজনীতিলিড নিউজ

আসন বণ্টন নিয়ে আলোচনা হয়নি, প্রয়োজনও নেই: চুন্নু

এবিএনএ: আওয়ামী লীগের সঙ্গে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়নি, প্রয়োজনও নেই বলে মনে করছে জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে গতকাল (বুধবার) রাতে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে  আসন বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি। আসন বণ্টনের খুব একটা প্রয়োজনও নেই। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লবও হয়ে যেতে পারে। তিনি বলেন, গতকাল আওয়ামী লীগের সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। বিভ্রান্তিকর খবর এড়াতে আমরা আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের সময় ও স্থান গোপন রেখেছি।

Share this content:

Back to top button