আন্তর্জাতিক
সেন্টপিটার্সবার্গ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪

এবিএনএ : রাশিয়ার সেন্টপিটার্সবার্গে মেট্রো রেলে আত্মঘাতী হামলা হয়ে থাকতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। সোমবারের এই হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৯ জন।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভেরোনিকা স্কভর্তসোভা নিশ্চিত করেন হাসপাতালে ৩ জন নিহত হওয়ার পরে এখন মোট ১৪ জন নিহত হল হামলায়। সেন্ট পিটার্সবার্গ কর্তৃপক্ষ তিনদিনের শোক ঘোষণা করেছে।
হামলাকারী সন্দেহভাজন কিরগিজস্তানের নাগরিক, কিরগিজস্তানের সিকিউরিটি সার্ভিস জানিয়েছে হামলাকারীর নাম আকবারঝন জলিলভ। ১৯৯৫ সালে কিরগিজস্তানের ওশ শহরে জন্ম নেয়া জলিলভ রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। রাশিয়ান তদন্তকারীরাও তার নাম নিশ্চিত করেছেন। মেট্রোরেলে দ্বিতীয় আরেকটি বোমা স্থাপন করলেও সেটা বিধ্বস্ত হয়নি বলে জানিয়েছেন তারা।
এর আগে রাশিয়ার তদন্ত দল জানায়, ট্রেনের বিস্ফোরণটি আত্মঘাতী হামলার মাধ্যমে হয়ে থাকতে পারে, এবং হামলাকারীর দেহাবশেষ পাওয়া গেছে ট্রেনের বগিতে। এখনো পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কিরগিজ পররাষ্ট্রমন্ত্রী আরলান আবদিলদায়েভের সঙ্গে বৈঠকে বলেন, এই হামলা বুঝিয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের গুরুত্ব।
Share this content: