এবিএনএ: তুরস্কের ইস্তানবুল শহরে যাওয়া ইউক্রেন প্রতিনিধিদের আলোচনার টেবিলে কোনো কিছু খাওয়া, পান করা এবং বিশেষ করে কোনো কিছু স্পর্শ করা থেকে বিরত থাকতে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
ইউক্রেনের নিউজ চ্যানেল ইকপাইহা ২৪কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব সতর্কতা উচ্চারণ করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। আজ মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। এ মাসের শুরুতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে শান্তি আলোচনায় রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের ওপর বিষপ্রয়োগের অভিযোগ উঠেছে। এরপরই নতুন আলোচনা শুরুর আগে এসব সতর্কতা উচ্চারণ করেন কুলেবা।
এদিকে, মঙ্গলবার ইস্তানবুলের শান্তি আলোচনায় ফের রুশ ধনকুবের রোমান আব্রামোভিচকে দেখা গেছে। তুরস্কের সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে স্পষ্ট দেখা গেছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। ইউক্রেন ও পশ্চিমারা এটিকে উসকানি ছাড়াই পুতিনের আগ্রাসী যুদ্ধ বলে দাবি করছে।