
এবিএনএ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে কম্বল ও শীতবস্ত্র গ্রহণকালে তিনি এমন আহ্বান জানান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকায় বাংলাদেশের উন্নয়নে কাজ করতে পেরেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, জনগণ ভোট দেবে কিনা সেটা বলতে পারি না। যদি ভোট পাই হয়তো থাকবো। কারণ আমাদের দেশের পরিবেশটা অন্য রকম। দীর্ঘদিন মিলিটারি ডিক্টেটর ছিল, কখনো ডাইরেক্টলি কখনো ইনডাইরেক্টলি তারা ক্ষমতা দখল করে, আবার উর্দী খুলে রাজনীতিবিদ হয়। হত্যা, ক্যু, ষড়যন্ত্র এটা লেগেই আছে। আমাদের দেশে ধারাবাহিক গণতান্ত্রিক ধারা থাকে না। এজন্য একটা স্থিতিশীল পরিবেশও কখনো আসেনি। যেজন্য সার্বিক উন্নতিটা ঠিক হয়নি।
সরকার প্রধান বলেন, বাংলাদেশের যে সম্মানটা আজ আন্তর্জাতিকভাবে আছে এটা যেন অব্যাহত থাকে। আমরা যে বাংলাদেশটাকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি, এটা ধরেই যেন এগিয়ে যেতে পারি। করোনাভাইরাস মোকাবেলায় আওয়ামী লীগ সরকারের নানা পদক্ষেপের কথাও প্রধানমন্ত্রী অনুষ্ঠানে তুলে ধরেন। তিনি বলেন, যতটুকু অর্জন আমি মনে করি এটা আপনাদের সকলের অবদান। বাংলাদেশের জনগণের অবদান। আমি তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।
Share this content: