
এবিএনএ : সংকট উত্তরণে সরকারকে ‘দাম্বিকতা’ ছেড়ে সংলাপে বসতে ফের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগকে বলতে চাই, আপনাদের এই দাম্বিকতা, অহঙ্কার পরিত্যাগ করুন। সহিংসতা ছেড়ে সহনশীলতার পথে আসুন, যেটা গণতন্ত্রের একমাত্র পথ। সেই পথে ফিরে এসে সবার সঙ্গে আলাপ-আলোচনা করুন।
তিনি বলেন, আওয়ামী লীগ নব্য নয়, পুরনো ও পরীক্ষিত স্বৈরাচার। বর্তমানে তারা আবারও সেই একদলীয় শাসন কায়েম করতে চায়।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ বিএমএর যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম মিলনের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ। সভা পরিচালনা করেন ড্যাবের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, খোন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন মনি, ড্যাবের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক মোস্তাক রহিম স্বপন, সাংবাদিক কাদের গনি চৌধুরী প্রমুখ।
প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রনায়কের মতো আচরণ করুন। দেশের এই সংকট থেকে উদ্ধার করার জন্য আপনি নেতৃত্ব দিন, আমরা তো সেটাই চাই। শহীদ ডা. মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ডা. মিলন প্রাণ দিয়েছেন মানুষের অধিকার রক্ষা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও সত্যিকার অর্থে একটি স্বাধীন-সার্বভৌম সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। এ স্বপ্নকে সামনে নিয়ে জনগণকে সংগঠিত করতে হবে।
Share this content: