এবিএনএ: চিকিৎসার জন্য বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো চার জন পেয়েছেন অনুদান। এদের মধ্যে একজন পেয়েছেন সর্বোচ্চ ৫০ লাখ টাকা। সব মিলিয়ে টাকার অংক এক কোটি ১৫ লাখ টাকা। রবিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক নেন সুরকার আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমি। তিনি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। গত ২২ জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন ৬৭ বছর বয়সী এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দুদিন পরে তাকে পাঠানো হয় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে তিনি লাইফ সাপোর্টে আছেন।
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জে। ৪৪ বছরের মিউজিক ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন তিনি।
আলাউদ্দিন আলী ছাড়াও বেশ কয়েকজনের জন্য সহায়তা তুলে দেন প্রধানমন্ত্রী। সংগীত শিল্পী আকবর আলী গাজীকে চিকিৎসার জন্য তিনি দেন ২০ লাখ টাকার অনুদান। নানা রোগে আক্রান্ত বদিউজ্জামান সর্দার এবং মানসিক রোগে আক্রান্ত তার এক ছেলের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকার সঞ্চয়পত্রও অনুদান হিসাবে দেওয়া হয়। রাজবাড়ীর খন্দকার কানিজ ফাতেমার চিকিৎসার জন্য ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসাবে দেন প্রধানমন্ত্রী।