
এবিএনএ : আর্মি স্টেডিয়ামে কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মরদেহের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল সাড়ে ৫টার তাদের জানাজা সম্পন্ন হয়। ২৩ মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ আরো অনেকে।
সবার শ্রদ্ধা জানানো শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।এর আগে বিকেল ৫টার দিকে মরদেহগুলো লাশবাহী অ্যাম্বুলেন্সে করে আর্মি স্টেডিয়ামে নেওয়া হয়। জানাজায় অংশগ্রহণ নিতে এবং মরদেহ গ্রহণের জন্য আগেই আমি স্টেডিয়ামে এসে জড়ো হন নিহত ২৩ জনের স্বজনেরা।আজ সোমবার বিকাল ৪টায় বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানবাহিনীর একটি কার্গো বিমান। বিমানবন্দরের ১ নম্বর ভিভিআইপি টারমাকে বিমানটি অবতরণ করে।নেপাল থেকে আসা মরদেহগুলো বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিমান পরিবহন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে যারা কাঠমান্ডুতে গিয়েছিলেন, তাদেরও ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে।এর আগে বেলা সোয়া ২টায় নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা করে লাশবাহী বিমানটি। এর আগে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে নেপালে বাংলাদেশ দূতাবাসে ইউএস-বাংলা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।নিহতদের মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করার পর নেপাল কর্তৃপক্ষ কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের কাছে মরদেহগুলো হস্তান্তর করে। এখনো তিন জনের লাশ শনাক্ত হয়নি।গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান অবতরণের সময় বিধ্বস্ত হলে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চারজন ক্রুসহ ২৬ জন বাংলাদেশি ছিলেন।
Share this content: