আন্তর্জাতিকলিড নিউজ

আরব আমিরাতে সাধারণ ক্ষমা কার্যক্রম শুরু

এবিএনএ: সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসকারী বিদেশীদের সাধারণ ক্ষমার মেয়াদ শুরু হয়েছে। ১লা আগস্ট থেকে এই কর্মসূচি চলবে তিন মাস। এ সময়ে অবৈধভাবে বসবাসকারীরা কোনো জরিমানা, শাস্তি ছাড়া আরব আমিরাত ছেড়ে যাওয়ার সুযোগ দেয়া হবে। তাদেরকে ভিসা স্বাভাবিককরণেও সহায়তা করা হবে। এ জন্য হাজার হাজার মানুষকে সেবা দিতে স্থাপন করা হয়েছে তাঁবু বা ক্যাম্প। অনলাইন এরাবিয়ান বিজনেস এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সাধারণ ক্ষমা কর্মসূচির মেয়াদ থাকে তিন মাস। এ সময়ে অবৈধভাবে বসবাসকারীরা ছয় মাসের জন্য অস্থায়ী ভিসার জন্য আবেদনের সুযোগ পাবেন, যাতে তারা কর্মসংস্থানের সন্ধান করতে পারেন। যারা কাজের সন্ধান করবেন বলে নিবন্ধিত হবেন এবং ছয় মাসের ভিসা পাবেন তাদের কাজের বিষয়টি অগ্রাধিকার দেয়া হবে, সংশ্লিষ্ট পদ ফাঁকা হলে। দুবাইয়ে জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়াসের অধীনে নিয়ম লঙ্ঘন ও বিদেশী সংক্রান্ত শাখার সহকারী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খালাফ আল গাইতি বলেছেন, যারা ৬ মাসের ভিসা পাবেন এ সময়ে যদি তারা কাজ না পান তাহলে তাদেরকে অবশ্যই আরব আমিরাত ছেড়ে যেতে হবে। ওদিকে আল আবিল এলাকায় এ সপ্তাহের শুরুতে সেবা নিতে যাওয়া বিদেশীদের সহায়তা দিতে স্থাপন করা হয়েছে বিশাল দুটি ক্যাম্প। এই সেন্টার থেকে ৩ হাজার মানুষকে সহায়তা দেয়া সম্ভব হবে। তা চলবে ৩১ শে অক্টোবর পর্যন্ত। স্থানীয় সময় সকাল ৮টা থেকে প্রতিদিন রাত আটটা পর্যন্ত এ কেনদ্্র খোলা থাকবে। বিভিন্ন ভাষায় কথা বলতে পারেন এমন অফিসার রয়েছে সেখানকার ৪০টি কাউন্টারে। উপরন্তু বিভিন্ন বিদেশী দূতাবাস তাদের নিজেদের নাগরিকদের সহায়তা দিতে কাউন্টার খুলবে। এ কর্মসূচিকে সংশ্লিষ্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আহমদ আল মেরি সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে একটি উপহার বলে আখ্যায়িত করেছেন। বলেছেন, যেসব মানুষ ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও সেখানে অবস্থান করছেন তাদের জন্য এটা একটি মহৎ মানবিক উদ্যোগ। অনেক মানুষই অপরাধী নন। কিন্তু অনেকেই এমন জটিল পরিস্থিতিতে পড়েন যে, তাকে অবৈধ উপায়ে অবস্থানে বাধ্য হতে হয়। তাদেরকে আমরা নতুন জীবন শুরুর একটি সুযোগ দিচ্ছি। অনেকে মনে করেন খুব বেশি জরিমানা করা হবে। এই সাধারণ ক্ষমায় জরিমানা বাতিল করা হয়েছে। অবৈধ অভিবাসীদেরকে তাদের আবাসিক অবস্থাকে বৈধ করার সুযোগ দেয়া হয়েছে, নিষিদ্ধ হওয়ার আগে।

Share this content:

Related Articles

Back to top button