অর্থ বাণিজ্যবাংলাদেশ

পোশাক খাতে বিশ্বাসযোগ্যতা, নিরাপত্তার প্রয়োজন: বিশ্বব্যাংক

এবিএনএ :দক্ষিণ এশিয়ার পোশাক খাতের বড় রফতানিকারক দেশ হলো বাংলাদেশ। এ খাত থেকেই দেশে মোট চাহিদার ৬.৪ শতাংশ পূরণ হচ্ছে। এই অবস্থান ধরে রাখতে হলে প্রয়োজন উৎপাদনশীলতা, পণ্যের মান, বিশ্বাসযোগ্যতা, ভাল নিরাপত্তা পরিবেশ এবং অন্যান্য কমপ্ল্যায়েন্স নীতিমালার উন্নয়ন ঘটাতে হবে বলে বিশ্বব্যাংকের এক গবেষণায় বলা হয়েছে।

সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সম্মেলন কক্ষে বাংলাদেশের পোশাক খাতের উপর বিশ্বব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, বিশ্ববাজারে পোশাক রফতানি বাংলাদেশের সামান্য বেড়েছে। বিশ্বক্রেতাদের কাছে গুরুত্বপূর্ণ হলো এখানে নন কস্ট ফ্যাক্টরগুলোর উন্নতি ঘটাতে হবে। সফলভাবে এ খাতে সংস্কার কার্যক্রম বাংলাদেশের রফতানি বাড়াতে ও অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে।

গবেষণায় দেখা গেছে, এশিয়ায় চায়না ৪১ শতাংশ, ভারত সাড়ে ৩ শতাংশ, পাকিস্তান ও শ্রীলংকা রফতানি করছে ১.২ শতাংশ করে। অন্যান্যরা করছে ৪৬.৭ শতাংশ। বাংলাদেশ হলো এ অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক। বাংলাদেশের মোট রফতানির ৮৩ শতাংশ আসছে পোশাক রফতানি থেকে। স্থানীয় কোম্পানির অধীনে এই শিল্প। কিন্তু সরাসরি বিদেশি বিনিযোগ (এফডিআই) কেন্দ্রীয়ভাবে এই শিল্পে ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেস্টা ড. মশিউর রহমান, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান, সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, বিজিএমইএ সভাপতি এম. সিদ্দিকুর রহমান, বিল্ডের প্রেসিডেন্ট এম. আসিফ ইব্রাহিম ও বিআইডিএসের ডিজি ড. কে. এ. এস মুরশিদ।

Share this content:

Back to top button