এবিএনএ : বলিউড-হলিউড দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রথম হলিউডি ছবি বেওয়াচ। মুভি রিলিজ হলেও এখনও অনেক কাজ তার হাতে। তবে তার মাঝেই বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার উজ্জ্বল উপস্থিতিতে সবার নজর কেড়েছেন প্রিয়াঙ্কা।
দ্য কাউন্সিল অফ ফ্যাশন ডিজাইনারস অফ আমেরিকা অ্যাওয়ার্ড ২০১৭তে সম্প্রতি উপস্থিত ছিলেন তিনি। কালো লো নেক গাউনে সকলের নজর কাড়লেন প্রিয়াঙ্কা। টুইটার থেকে ইনস্টাগ্রাম সমস্ত সোশাল সাইটে গ্ল্যাম নাইটের সেইসব ছবি পোস্ট করছেন প্রিয়াঙ্কা।
গ্ল্যামনাইটে শুধুই উপস্থিতি নয়, এই অ্যাওয়ার্ডের এক বিশেষ অংশে মঞ্চেও দেখা গিয়েছে তাকে। সারাদিনই সেই অ্যাওয়ার্ডের নানা মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন প্রিয়াঙ্কা। পোস্ট করেন তার সোশাল সাইটে। যা কিছু সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তবে শুধু ছবি নয়, মজার একটি ভিডিও পোস্ট করেন প্রিয়াঙ্কা। কাজের পাশাপাশি খুব যে মজা করেছেন তিনি, তা বোঝাই যাচ্ছে ভিডিও দেখে।