আমেরিকা

আমেরিকায় মুসলমান বিদ্বেষী বেড়েছে

এবিএনএ : আমেরিকায় গত বছর মুসলমান বিদ্বেষী গোষ্ঠীর সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে। ৩৪ থেকে বেড়ে এ জাতীয় গোষ্ঠীর সংখ্যা শতাধিক হয়েছে বলে একটি প্রতিবেদনে জানান হয়েছে। এ প্রতিবেদন প্রণয়ন করেছ উগ্রবাদী গোষ্ঠীর নজরদারিতে নিয়োজিত অলাভজনক সংস্থা সার্দান প্রোভার্টি ল সেন্টার। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প ‘জ্বালাময়ী বক্তব্য’ দেশটিতে মুসলমান বিদ্বেষী গোষ্ঠী সৃষ্টিতে ইন্ধন যুগিয়েছে। এ ছাড়া, গত জুনে আমেরিকার অরল্যান্ডোর নাইট ক্লাবে হামলার ঘটনাও এতে উসকানি যুগিয়েছে।

প্রতিবেদন তৈরিতে নেতৃত্ব দিয়েছেন মার্ক পোটোক। স্টিভ ব্যানন, স্টিভেন মিলার এবং কেলিয়্যান কনওয়ের মতো হোয়াইট হাউজের শীর্ষস্থানীয় অনেককে ‘ভয়াবহ মুসলমান বিরোধী ভাবধারায়’ বিশ্বাস বলে মন্তব্য করেন পোটোক।

তিনি আরো বলেন, মাইকেল ফ্লিন বিদায় নেওয়ার মধ্য দিয়ে আমেরিকান মুসলমানদের বিরুদ্ধে চলমান মারাত্মক অভিযান কমবে বলে মনে করার কোনো কারণে নেই। কট্টর মুসলমান বিরোধী হিসেবে পরিচিত ফ্লিন মুসলমান বিরোধী নানা বক্তব্য দিয়েছেন। এক টুইটার বার্তায় তিনি দাবি করেছিলেন, মুসলমান বিরোধী আতঙ্ক খুবই যুক্তিসঙ্গত।

কট্টর বর্ণবাদী, নয়া নাৎসিবাদীসহ নানা উগ্রবাদী গোষ্ঠী আমেরিকায় তৎপর রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে বর্তমানে দেশটিতে এ রকম নয় শতাধিক গোষ্ঠী তৎপর রয়েছে। ২০১৫ সালের তুলনায় এ রকম গোষ্ঠীর সংখ্যা দেশটিতে ৩ শতাংশ বেড়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

২০১১ সালে আমেরিকায় এ রকম গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল। সে বছর দেশটিতে এ জাতীয় গোষ্ঠীর সংখ্যা ১০১৮ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Share this content:

Related Articles

Back to top button