আমেরিকার সাথে ‘আলোচনা’ করতে প্রস্তুত উত্তর কোরিয়া

এবিএনএ : উত্তর কোরিয়া বলছে, ‘শর্তসমুহ’ ঠিক থাকলে’ দেশটি আমেরিকার সাথে আলোচনা করতে প্রস্তুত। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
দেশটির একজন ঊর্ধ্বতন কূটনীতিক বলেন, সম্প্রতি নরওয়েতে অনুষ্ঠিত সাবেক ইউএস কর্মকর্তার সাথে অনুষ্ঠিত মিটিং-এর পর তারা ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনার সম্ভাবনা তৈরি হয়।
গত মাসে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কিম জং উন-এর সাথে সাক্ষাত হলে তিনি (ট্রাম্প) ‘সম্মানিত’বোধ করবেন। এই মন্তব্য তিনি করেন যখন দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এবং উত্তর কোরিয়া মিসাইল উৎক্ষেপণ ও নিউক্লিয়ার প্রোগ্রাম চলছিল।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যিনি আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে আন্তর্দেশীয় বিষয়ের দায়িত্ব প্রাপ্ত তিনি বলেন, পিইংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
আলোচনায় উত্তর কোরিয়া নিউক্লিয়ার প্রোগ্রাম সীমিতকরণের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে। এর আগে ট্রাম্প কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধাণের বিষয়টি সামনে আনেন।
তবে, এরই মধ্যে দেশ দুটি সামরিক শক্তি প্রদর্শ করে যা উত্তেজনার জন্ম দেয়। উত্তর কোরিয়া মিসাইল উৎক্ষেপণ করে এবং আমেরিকা সমুদ্রে সামরিক নৌবহর পাঠিয়ে শক্তির জানান দেয়।
Share this content: