বিনোদনলিড নিউজ

আমি সর্বোচ্চ চেষ্টা করছি: ঐশী

এবিএনএ: ‘মিস ওয়ার্ল্ড’-এর গ্র্যান্ড ফিনালে শুরুর আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস ঐশী। শনিবার চীনের সানাই শহরে বসছে মিস ওয়ার্ল্ড-এর গ্র্যান্ড ফিনালে। প্রথম বাংলাদেশি হিসেবে গ্র্যান্ড ফিনালের মঞ্চে উঠার আগে শুক্রবার রাতে একটি ভিডিও বার্তা পাঠান তিনি। ভিডিও বার্তায় ঐশী বলেন, গ্র্যান্ড ফিনালের জন্য শেষ সময়ের প্রস্তুতি চলছে। এটা নিয়েই ব্যস্ত ছিলাম। তারজন্য কোনো ছবি বা ভিডিও পোস্ট করা সম্ভব হয়নি। শনিবার মিস ওয়ার্ল্ড-এর গ্র্যান্ড ফিনালে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন নিজের দেশকে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে দেখা যাবে জান্নাতুল ফেরদৌস ঐশীকে। যেখানে অন্যান্য দেশের প্রতিযোগীদের সাথে লড়তে প্রস্তুত তিনি।

Share this content:

Back to top button