এবিএনএ : বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে আলোচনায় অভিনেতা শহিদ কাপুর ও তার স্ত্রী মিরা কাপুর। বেশ সুখেই কাটছে তাদের সংসার। এরই মধ্যে তাদের ঘর আলো করেছে এসেছে একটি কন্যা সন্তান। কিন্তু শহিদ নাকি মিরার দ্বিতীয় স্বামী! এমনটা নিজেই জানিয়েছেন শহিদ।
৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্ত্রী মিরাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন এ অভিনেতা। হাতে হাত রেখে লালগালিচায় হাজির হয়েছিলেন তারা। সেখানেই শহিদ কাপুর এ কথা জানান। সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে জানানো হয়েছে, শহিদ বলেছেন, ‘আমি তার (মিরার) দ্বিতীয় স্বামী! তার প্রথম স্বামী তার মোবাইল ফোন। সে সবসময় ওটাতেই মগ্ন থাকে, এমনকি আমরা যখন কথা বলি তখনো!’
আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে শহিদ কাপুর অভিনীত সিনেমা রেঙ্গুন। এতে আরো অভিনয় করছেন কঙ্গনা রাণৌত ও সাইফ আলী খান। এছাড়া বর্তমানে পদ্মাবতী সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত শহিদ। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবতী সিনেমায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অদিতি রাও হায়দারি প্রমুখ।