জাতীয়বাংলাদেশলিড নিউজ

আমি কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেব না: ইসি রফিকুল

এবিএনএ: নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনি সহিংসতায় যাদের হত্যা করা হয় সেই লোকটার দীর্ঘশ্বাস, তার স্ত্রী সন্তানের দীর্ঘশ্বাস আপনাদের সবাইকে কিন্তু তাড়া করে মারবে। আমাকেও কিন্তু বাদ দেবে না। দোহাই আল্লাহর, আপনাদের কাছে আমার অনুরোধ কারো দীর্ঘশ্বাস আপনারা বহন করবেন না।

রফিকুল ইসলাম বলেন, কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলে পর্যাপ্ত বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়; আপনাদের পেটানো ও গুলি চালানোর জন্য নয়। যদি আইশৃঙ্খলা পরিস্থিতি কেউ নষ্ট করতে আসে তাকে প্রতিহত করতে পারি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। ‘আপনাদের কাছে আমার অনুরোধ- আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেব না। আমি দীর্ঘশ্বাস নিতে চাই না।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা জহুরার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সদরের ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।

Share this content:

Back to top button