জাতীয়বাংলাদেশলিড নিউজ

কক্সবাজারের এসপিসহ পুলিশের শীর্ষ ৬ কর্মকর্তা বদলি

এবিএনএ : পুলিশের শীর্ষ পর্যায়ের ছয়টি পদে রদবদল করা হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে রাজশাহীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর কক্সাবাজারের এসপি করা হয়েছে ঝিনাইদহের এসপি মো. হাসানুজ্জামানকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
খুলনা মহানগরীর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার করা হয়েছে। ঢাকার বিশেষ শাখা (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান ভূঞাকে করা হয়েছে খুলনা মহানগরীর পুলিশ কমিশনার। এছাড়া ঢাকা মহানগরীর উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহের পুলিশ সুপার করা হয়েছে। রাজশাহীর এসপি মো. শহিদুল্লাহকে ঢাকা মহানগরীর উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button