বিনোদন

অশালীন মন্তব্য করায় রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এবিএনএ : মহাকাব্য রামায়ণ রচয়িতা ঋষি বাল্মীকিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রাখি সাওয়ান্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভারতের লুধিয়ানার একটি আদালত।
বাল্মীকি সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে রাখির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হয়। গত ৯ মার্চ ইস্যু হয় গ্রেফতারি পরোয়ানা।
অভিযোগপত্রে লেখা রয়েছে, এসব মন্তব্য করে বিরাট সংখ্যক অনুরাগীর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন রাখি।
জানা গেছে, গত বছর একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে ঋষি বাল্মীকিকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন তিনি। লুধিয়ানার এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বলেন, ইতিমধ্যেই দুই সদস্যের একটি দল গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
ভারতীয় মিডিয়ার খবর, গত ৯ মার্চের শুনানিতে আদালতে অনুপস্থিত ছিলেন রাখি। পরবর্তী শুনানি আগামী ১০ এপ্রিল। উল্লেখ্য, গত মাসে সানি লিওন, নির্মাতা রামগোপাল সমালোচনায় সমর্থন দিয়ে তোপের মুখে পড়েছিলেন রাখি সাওয়ান্ত।

Share this content:

Back to top button