
এবিএনএ : স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা কেবিনেটে বসি। আমরাও তো জানি না প্রধানমন্ত্রীর ভারত সফরে কী চুক্তি হবে? অথচ, ওনারা (বিএনপি) জানলেন কীভাবে- কী চুক্তি হবে?’
তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি কোনো চুক্তি করেন তবে তা জনগণ অবশ্যই জানবে। শনিবার মাদারীপুরের রাজৈর পৌরসভার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি জঙ্গিবাদের হোতা, তারাই জঙ্গিদের লালন পালন করে। পরে খন্দকার মোশাররফ হোসেন পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী।
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, এলজিআরডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব মিয়া, রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ প্রমুখ।
Share this content: