বিনোদনলিড নিউজ

আবেদনময়ী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে সানির বক্তব্য

এবিএনএ : বলিউড অভিনেত্রী সানি লিওন। রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন। এরপর ধীরে ধীরে রুপালি জগতে শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন। ‘জিসম টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সানি লিওন। এরপর ‘এক পেহেলি লীলা’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘রাগিনি এমএমএস’ সিনেমায় অভিনয় করেছেন। বেশিরভাগ সময়ই আবেদনময়ী চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়া সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে একটি আইটেম গানে নেচেছেন সানি।

তিনি আরো বলেন, ‘নিকট ভবিষ্যতে আমি যতগুলো কাজ করব সবই আমার কাছে বিশেষ এবং ভিন্ন হতে চলেছে কারণ এই চরিত্রগুলোতে আগে অভিনয় করিনি। যদি কেউ আমাকে টাইপকাস্ট করে কোনো সমস্যা নেই, কারণ আমার ক্যারিয়ারে তেমনভাবে তৈরি করিনি। যেটি আমার ভালো লেগেছে শুধুমাত্র সেই চরিত্রই করেছি। জীবনের প্রতিটি দিনই কাজের মধ্যে থাকতে চাই।’ বর্তমানে ‘অনামিকা’ ওয়েব সিরিজের শুটিং করছেন সানি লিওন। এতে সম্পূর্ণ ভিন্নরূপে পর্দায় হাজির হবেন তিনি। বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও তাকে দেখা যাবে।

Share this content:

Related Articles

Back to top button