বিনোদন
আবেদনময়ী উর্বশীর ‘হাসিনো কা দিওয়ানা’ প্রকাশ

এবিএনএ : গতকাল বুধবার, ১৪ ডিসেম্বর ইউটিউবে মুক্তি পেয়েছে বলিউডের ডান্সমাস্টার অভিনেতা হৃতিক রোশানের রোমান্টিক-অ্যাকশন মুভি ‘কাবিল’র ‘হাসিনো কা দিওয়ানা’ শিরোনামের গান। গানটিতে অভিনয় করেছেন উর্বশী রাউটেলা।
মুক্তির একদিনের মধ্যে ব্যাপক সাড়াও পেয়েছে গানটি। এরমধ্যে ২২ লাখের বেশি সংখ্যক দর্শক-ভক্তরা গানটি দেখেছেন। গানটিতে আবেদনময়ী রূপে নিজেকে উপস্থাপন করেছেন উর্বশী। গানের তালে আবেদনময়ী পোশাক ও অঙ্গভঙ্গিতে দেখা গেছে তাকে।

১৯৮১ সালে মুক্তি পাওয়া ইয়ারানা সিনেমার ‘সারা জামানা’ শিরোনামে প্রকাশিত গানটির সিক্যুয়েল হিসেবে ৩৫ বছর পর কাবিল সিনেমায় ‘হাসিনো কা দিওয়ানা’রুপে গানটি রিমেক করা হয়েছে। নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন রাফতার ও পায়েল দেব।
উল্লেখ্য, কাবিল পরিচালনা করছেন সঞ্জয় গুপ্তা। হৃতিক ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন ইয়ামি গৌতম, রনিত রায়, রোহিত রায়, গিরিশ কুলকার্নি প্রমুখ। আসছে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে কাবিল।
Share this content: