জাতীয়বাংলাদেশলিড নিউজ

ঢাকার বাতাস অন্য দেশের তুলনায় এত ভালো না : স্বাস্থ্যমন্ত্রী

এবিএনএ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমাদের দেখতে হবে ক্যান্সারের কারণটা কী। আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি। ঢাকার বাতাস অন্যান্য দেশের তুলনায় অত ভালো না। যার ফলে আমাদের লাঙ ক্যান্সার হয়, গলায় ক্যান্সার হয়। বিভিন্ন ধরনের ক্যানসার এই দূষিত বাতাসের কারণে হয়।’ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ক্যান্সার হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অসংক্রামক রোগ সারা পৃথিবীতে, আমাদের দেশেও বাড়ছে। জীবনযাত্রা উন্নয়নের পাশাপাশি এসব রোগও বৃদ্ধি পাচ্ছে, যার মধ্যে ক্যান্সার অন্যতম। তিনি বলেন, ‘বাংলাদেশে ৬৭ শতাংশ মানুষ ননকমিউনিকেবল ডিজিজে (অসংক্রামক রোগে) মারা যায়। আমাদের দেশে ২০ লাখ ক্যান্সারে আক্রান্ত রোগী আছেন। প্রতি বছর আরও প্রায় এক-দেড় লাখ মানুষ যোগ হয়। মৃত্যুও হয় প্রায় লাখের কাছে। অর্থাৎ ১ লাখ লোক যদি মৃত্যুবরণ করে বছরে, তাহলে রোজ মারা যায় ২৭৩ জন। সে খবর আমাদের নেই। অথচ করোনার মৃত্যুটাকে আমরা সবাই দেখে থাকি। রোজ জানানো হচ্ছে বলে আমরা এটা জানতে পারি। ক্যান্সারে কত লোক মারা যায়, সেই হিসাবটা খুব একটা লোকে রাখে না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নদী-নালায় শিল্পের বর্জ্য ফেলা হয়। বুড়িগঙ্গার অবস্থা কী রকম। এ সমস্ত নদীর পানি যদি ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে। আমরা খাবার যেটা খাই, সেখানেই যদি ভেজাল থাকে- রঙ, ফরমালিন মেশানো হয়, যার কারণে ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে।’ তিনি বলেন, ‘পাকস্থলীর ক্যানসারও বাংলাদেশে অনেক হয়ে থাকে। আমাদের দেশে খাদ্য উৎপাদনের সময় কীটনাশক ব্যবহার করা হয়। সেটার কারণেও অনেক লোক ক্যানসারে আক্রান্ত হয়।’

Share this content:

Related Articles

Back to top button