বাংলাদেশরাজনীতিলিড নিউজ

আবার মানববন্ধন, অবস্থানের কর্মসূচি বিএনপির

এবিএনএ : দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আবারও মানববন্ধন ও অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পর থেকেই বিএনপি নানা ধরনের কর্মসূচি পালন করে এসেছে। এর মধ্যে গত ১২ ফেব্রুয়ারি মানববন্ধন এবং পর দিন অবস্থান কর্মসূচি পালন করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৬ মার্চ ঢাকাসহ সারাদেশে মানববন্ধন এবং ৮ মার্চ পালন হবে অবস্থান কর্মসূচি। রবিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন ও বৃহস্পতিবার একই সময়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, আমীরুল ইসলাম আলিম, এম এ মালেক, আবদুস সালাম আজাদ, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button