বিনোদনলিড নিউজ

কানের লাল গালিচায় তারকারা

এবিএনএঃ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ১৪ মে পর্দা উঠল ৭২তম কান চলচ্চিত্র উৎসবের। গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় উৎসবের উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমু, জুরি বোর্ডের প্রধান অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিত্তুসহ অন্যরা। তবে ফ্রান্সের দক্ষিণ সমুদ্র তীরবর্তী শহর কানে আয়োজিত এ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ লালগালিচা।

কানের প্রথম দিনে লাল গালিচালিচায় পা রাখেন ডাচ মডেল রুমী  স্ট্রিজড

প্রথম দিন লালগালিচায় দেখা মিলেছে পপ গায়িকা সেলেনা গোমেজ, অভিনেত্রী জুলিয়ান মুর, অভিনেতা অ্যাডাম ড্রাইভার ও ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইন্টনের। কান জুরি বোর্ডের সদস্য অভিনেত্রী এল ফ্যানিংও হেঁটেছেন লালগালিচায়। উৎসবের এবারের আসরের উদ্বোধনী চলচ্চিত্র ‘দ্য ডেড ডোন্ট ডাই’।

৭২তম আসরে আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে সঙ্গীত তারকা এলটন জনের বায়োপিক ‘রকেটম্যান’ এবং কুয়ান্টিন টরেন্টিনোর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’। এবারের আসরে আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিত্তুর নেতৃত্বে জুরি বোর্ডে আরও রয়েছেন গ্রিক নির্মাতা ইয়োরগেস লানথিমস, ইতালীয় নির্মাতা এলিস রোরওয়াশের, মার্কিন অভিনেত্রী এল ফ্যানিং, ফরাসি লেখক এঙ্কি বিলাল, পোল্যান্ডের নির্মাতা পাওয়েল পাওলিওস্কি, মার্কিন নির্মাতা কেলি রেইচার্ড, ফরাসি নির্মাতা রবিন কাম্পিলো এবং সেনেগালের অভিনেত্রী মাইমুনা নাদিয়া।

কানের প্রথম দিনে উপস্থিত হন কানাডিয়ান অভিনেত্রী অ্যানি এলিজাবেথ বসি, প্রযোজক ন্যান্সি গ্র্যান্ড ও পরিচালক মনিয়া চকরি

আগামী ২৫ মে পর্যন্ত চলবে বিশ্ব চলচ্চিত্রের এ বর্ণাঢ্য আসর। এ ছাড়া প্রতিবারের মতো এবারও কানের লালগালিচায় দ্যুতি ছাড়বেন বলিউডের অভিনেত্রীরা। এ তালিকায় আছেন- ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ূকোন, কঙ্গনা রানাউত, হুমা কোরাইশি ও ডায়ানা পেন্টি।

Share this content:

Related Articles

Back to top button