আমেরিকা

যুক্তরাষ্ট্রে বাস-ট্রেনের দুর্ঘটনায় নিহত ৪

এবিএনএ : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসিসিপিতে গতকাল মঙ্গলবার একটি ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভাড়া করা বাসকে ধাক্কা দিলে অন্তত চারজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

পুলিশ প্রধান জন মিলার বলেন, স্থানীয় সময় দুপুর দুইটার কিছু পর বিলোক্সি নগরীর একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এক সংবাদ সম্মেলনে মিলার বলেন, ‘বর্তমানে সেখানে ভয়াবহ বিশৃঙ্খলা বিরাজ করছে। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’ তিনি বলেন, ভাড়া করা বাসটি সম্ভবত অস্টিন ও টেক্সাস হয়ে বিলোক্সি যাচ্ছিল।

দমকল বিভাগের প্রধান জো বনেই স্থানীয় সান হেরাল্ড পত্রিকাকে বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে একজন মারা যায়। পত্রিকাটি আরো জানায়, বাসে ৪৩ আরোহী ছিল। এদের মধ্যে ৩৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ক্রেইগ রবিনসন বলেন, দুর্ঘটনার প্রায় পাঁচ মিনিট আগে বাসটি সম্ভবত রেললাইনে আটকে যায়।

Share this content:

Related Articles

Back to top button