এবিএনএ : আফগানিস্তানের কাবুলে জঙ্গিগোষ্ঠী তালেবানের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। কাবুলের দুটি এলাকায় এ হামলায় আরো ৫০ জন আহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী তালেবান বুধবারের এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা কাবুলে পুলিশ, সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে লক্ষ্য করে হামলা দুটি চালিয়েছে। তালেবানের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এ লড়াইয়ে সরকারি বাহিনীর ভারী ও হাল্কা অস্ত্র জব্দ করেছে তারা।
এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের পশ্চিম দিকে একটি পুলিশ সদরদপ্তরের নিকটে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনীগুলো সঙ্গে হামলাকারীদের বন্দুকযুদ্ধ শুরু হয়। একটি সামরিক প্রশিক্ষণ স্কুলের কাছে অবস্থিত পুলিশ সদরদপ্তরে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর কয়েক ঘন্টা ধরে লড়াই চলে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, শেষ বিকেলের দিকে হামলা রুখে দেয়া হয় এবং ওই এলাকাটিতে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীগুলো। হামলা শুরু হওয়ার এক মিনিট পরে কাবুলের পূর্ব দিকে আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট ফর সিকিউরিটির (এডিএস) দপ্তরেও হামলা চালানো হয়। জঙ্গিগোষ্ঠী তালেবানের এই দুটি হামলায় ১১ বেসামরিকসহ ১৫ জন নিহত হয়েছে বলে দানেশ জানিয়েছেন। পাশাপাশি শিশু ও নারীসহ আরো ৫০ জন আহত হয়েছেন।